তুরাগে শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী দিলেন ওমর ফারুক

0
175
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ওমর ফারুকের ব্যক্তিগত উদ্যোগে গত রোববার তুরাগের বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। সে নওগাঁ জেলার মৃত ওসির উদ্দিনের ছেলে।
দেশের মরণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে মানুষ যখন লকডাউনে রয়েছে ঠিক সেই সময় ওমর ফারুক গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি বর্তমানে রাজধানী তুরাগের অস্থায়ী বাসিন্দা। তার জমানো কিছু টাকা দিয়ে তুরাগের বিভিন্ন জায়গায় প্রায় ৬০টি পরিবারের বাড়ি-বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও নিজের গ্রামের বাড়ি নওগাঁতে প্রায় ৪০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু পেঁয়াজ।
এ ব্যাপারে ওমর ফারুক বলেন, চক্ষুলজ্জায় মানুষ সামাজিক নানা কারণে অসহায়ত্বের কথা প্রকাশ করে মানুষের কাছে সহায়তা নিতে পারেন না। আমি সেই সকল কিছু মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমি এলাকাভিত্তিক তালিকা করে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। জানা যায়, মোঃ ওমর ফারুক দীর্ঘদিন যাবত তুরাগের কামারপাড়া এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে আসছে। তার এই মহতি উদ্যোগকে এলাকার স্থায়ী বাসিন্দারা স্বাগত জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here