তুরাগে সংঘবদ্ধ গাড়ি চোরাকারবারী চক্রের ২ সদস্য গ্রেফতার

0
137
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু: র্যার ৪ বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা মহানগরীর একটি গাড়ি চোর চক্র দীর্ঘদিন যাবৎ গাড়ি চুরি করে গাড়ীর মালিকদের নিকট হতে মোটা অংকের টাকা দাবী করতঃ অন্যথায় গাড়ীর প্রয়োজনীয় যন্ত্রাংশ অবৈধভাবে খুচরা মূল্য বিক্রয় করে দিত। এরই প্রেক্ষিতে ইং ২৮/১১/২০২১ তারিখ ভিকটিম র‌্যাব-৪ বরাবর তার গাড়ী চুরি যাওয়ার বিষয়ে একটি অভিযোগ দায়ের করলে র‌্যাব-৪ উক্ত অভিযোগটি আমলে নিয়ে ছায়াতদন্ত করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইং ২৮/১১/২০২১ তারিখ বিকেল ১৭.১০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর তুরাগ থানাদীন বাউনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চারাইকৃত ০১ টি পিকআপ সহ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের ০২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
মোঃ শরিফ (২২), জেলা- ঢাকা।
মোঃ নাজমুল হোসেন (৩৫), জেলা- ঢাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের নাম-ঠিকানা সহ পলাতক সহযোগী আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। আসামীদ্বয় আরো জানায় যে, তারা একটি সংঘবদ্ধ গাড়ী চোরাই চক্রের সদস্য। ধৃত আসামীদ্বয় পলাতক আসামীদের সহায়তায় পূর্ব পরিকল্পনা মতে পরষ্পর যোগসাজসে ঢাকা জেলার বিভিন্ন এলাকা হতে পিকআপ ভ্যান চুরি করে নিজেদের দখলে রেখে গাড়ীর মালিকদের মোবাইল নম্বরে ফোন করে তাদের নিকট হতে বিকাশ ও নগদ সহ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিপুল পরিমান টাকা দাবি করতো। কেউ টাকা দিতে না চাইলে আসামীরা তাদের চুরিকৃত গাড়ীর বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশ খুলে তা বিভিন্ন মটরস এর দোকানে খুচরা মূল্যে অবৈধভাবে বিক্রয় করে দিতো। এভাবে ধৃত আসামীদ্বয় পলাতক অন্যান্য সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন যাবত অসংখ্য পিকআপ ভ্যান গাড়ী চুরি করে মোটা অংকের বিপুল পরিমান টাকা আদায় করে বলে ধৃত আসামীদ্বয় স্বীকার করে। এ চক্রের আরও অনেক পলাতক সদস্য পলাতক রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here