Daily Gazipur Online

তুরাগে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার-২

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কর্নেল পরিচয় দেওয়া এক মহিলাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বুধবার দিনগত গভীর রাতে তুরাগের রাজাবাড়ি এলাকা থেকে ভুয়া কর্নেল শারমিন মুন ওরফে নুরজাহান ( ৪০) ও তার সহকারী জলিল ওরফে চিটার জলু ( ৩২ ) নামে ২ প্রতারককে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ । এরা নিজেদের সেনাবাহিনীর কর্নেল পরিচয় দিয়ে ও কণ্ঠ নকল করে সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার কথা বলে সহজ সরল মানুষ জনদের কাছ থেকে টাকা আদায় করাই ছিল তাদের পেশা । গত প্রায় ৫মাস পূর্বে একই এলাকায় বসবাসকারী জৈনক জুয়েল ইসলাম পাবেলের ভাইকে ৩মাসের মধ্যে সেনাবাহিনীর মেজর পদে চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্র । পরবর্তীতে তাদের প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে জুয়েল ইসলাম পাবেল বাদি হয়ে ২৪/৬/২০২০ইং দিনগত রাতে তুরাগ থানায় হাজির হয়ে উক্ত প্রতারকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৫ । মামলা হওয়ার পর থানার এস আই নিয়াজ মোঃ শরিফ ও এ এস আই আশিফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গভীর রাতে ২ প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয় । গ্রেপ্তারকৃত ভুয়া কর্নেল শারমিন মুন ওরফে নুরজাহান, চট্টগ্রামের সাতকানিয়া থানার, চরতি এলাকার, মৃত জসিম উদ্দিনের স্ত্রী এবং গ্রেপ্তারকৃত জলিল ওরফে চিটার জলু, সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ থানার, পাইকড়া এলাকার, আকবর আলীর ছেলে । বর্তমানে তারা তুরাগের রাজাবাড়ি এলাকার জৈনক নাসির আহম্মেদ ও মিজানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো ।