Daily Gazipur Online

তুরাগে ২৬শ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার- ১

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানীর তুরাগের আব্দুল্লাপুর- নবীনগর সড়কের প্রত্যাশা মোড় নামক এলাকা থেকে ২৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসিম মাহমুদ ( ২১) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে তুরাগ থানা পুলিশ । রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উক্ত ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয় । তুরাগ থানার উপ- পরিদর্শক (এস আই) টিপু সুলতান জানান, রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, তুরাগ থানাধীন প্রত্যাশা মোড় নামক এলাকায় মেইন রোডে ১ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করতেছে । বিষয়টি তৎক্ষণাৎ আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি । পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই । পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ইয়াবা ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করে । এসময় সঙ্গীয় এ এস আই মোঃ মিজানুর রহমান, এ এস আই আব্দুর রউফ ও আনসার সদস্য মোতালেব হোসেন দৌড়ে গিয়ে ঐ ইয়াবা ব্যবসায়ীকে ঝাপটে ধরে ফেলেন । পরে ইয়াবা ব্যবসায়ী নাসিম মাহমুদের হাতে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ২৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । গ্রেপ্তারকৃত নাসিম মাহমুদ মানিকগঞ্জ জেলার, সিংগাইর থানার, কাংশা এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে । বর্তমানে ঢাকার, সাভার উপ- জেলার, রেডিও কলোনির জৈনক মেহেদীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো । আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং-০৪, তাং ০২/০২/২০২২ইং।