তুরাগে ৩১২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
49
728×90 Banner

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানী তুরাগের ধউর এলাকা থেকে ৩১২ বোতল ফেন্সিডিল সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ৯ লাখ ৩৬ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার জীবন নগর সেনেরহুদা গ্রামের মৃত মাহতাব হোসেনের পুত্র মোঃ নাগর হোসেন (৩২) ও একই এলাকার মোঃ সোহেল রানা’র পুত্র মোঃ শিমুল (২১)।
আজ সোমবার তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার আনুমানিক দুপুর পৌনে একটার দিকে গোপন তথ্যের ভিওিতে তুরাগের ধউর এলাকায় পুলিশ চেকপোস্টে এস,আই মামুনুর রশিদ ও এস,আই শহিদের নেতৃত্ব একটি চৌকস টিম তল্লাশি অভিযান পরিচালনা করে মাদকের এ চালানটি জব্দ করেন।
ওসি আরো জানান, এদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। জব্দকৃত মাদকের বাজার মূল আনুমানিক প্রায় ৯ লাখ ৩৬ হাজার টাকা।
পুলিশ সুত্রে জানা যায়, ফেনসিডিলের এই চালানটি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মাদক ব্যবসায়ী মোমেনার নিকট পৌঁছে দেয়ার কথা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানান, তারা চুয়াডাঙ্গা থেকে সবজির গাড়ীতে পেন্সিল বস্তাবন্দি করে অত্যন্ত গোপনীয় ভাবে ৩১২ বোতল ফেনসিডিল ঢাকায় নিয়ে আসছিল।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুরাগ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here