তুরাগ নদে বেইলি সেতু নির্মাণের দাবিতে ফ্লাইওভার অবরোধ

0
80
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : তুরাগ নদের গাজীপুরের টঙ্গী ও ঢাকার আব্দুল্লাহপুরের সংযোগস্থলে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন করেছেন টঙ্গী বাজারের ব্যবসায়ীরা। আজ সোমবার সকাল ১০টায় তারা এই সড়ক অবরোধ করেন। ঘণ্টাব্যাপী চলা এ অবরোধের কারণে ফ্লাইওভারের ওপর দুপাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়। পরে বেলা ১১টায় অবরোধ তুলে নেন তারা।এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, মুফতি মাসুদুল করিম, টঙ্গী বাজারের ব্যবসায়ী সমিতির নেতা আব্দুস সাত্তার, নাসির উদ্দিন, বশির বেপারীসহ বাজারের কয়েক শ ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, তুরাগ নদের উপরে নির্মিত বেইলি ব্রিজটি দিয়ে দীর্ঘদিন ধরে টঙ্গী, আব্দুল্লাহপুর, উত্তরার লাখ লাখ মানুষ যাতায়াত করে আসছেন। এছাড়া টঙ্গী বাজারটি হলো অত্র এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় একমাত্র বৃহৎ পাইকারি বাজার। এ বাজারে প্রায় ২৫ হাজার দোকানপাট রয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় মালামাল কিনতে প্রতিদিন হাজারো মানুষের সমাগম হয়। বিআরটি প্রকল্পের উড়াল সড়ক চালু হওয়ার পর থেকে মহাসড়কের পশ্চিমপাশে স্থাপিত বেইলি ব্রিজটি বিআরটি কর্তৃপক্ষ ভেঙে নিয়ে যায়। এতে ওই ব্রিজ দিয়ে চলাচলরত ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন।
এ বিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী (টঙ্গী উপ-বিভাগ) আনোযার হোসেন খান বলেন, এটি সেতু বিভাগের কাজ। তার পরও আমরা বিষয়টি তাদেরকে অবহিত করব।
এর আগে ১ মার্চ একই দাবিতে টঙ্গী বাজার এলাকায় বিআরটি ফ্লাইওভারের ওপর সড়ক অবরোধ করে মানববন্ধন করেন টঙ্গী বাজারের ব্যবসায়ীরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here