তুর্কী প্রেসিডেন্ট এরদোগান আসছেন

0
68
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান চলতি বছর ঢাকা সফরে আসছেন। তুর্কী প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতা ও নতুন মাত্রা লাভ করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তুর্কী প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরই তার ঢাকা সফরের কথা ছিল। তবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তিনি ঢাকায় আসতে পারেননি।
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রিত। আমরা আশা করছি চলতি বছরেই তিনি ঢাকা সফর করবেন।
এর আগে, ইস্তান্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছিলেন, চলতি বছর তুর্কী প্রেসিডেন্ট ঢাকা সফর করবেন।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-আঙ্কারা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যও বাড়ছে। এছাড়া তুরস্ক বাংলাদেশে সামরিক সরঞ্জাম বিক্রয়ের প্রস্তাব দিয়েছে। তুর্কী প্রেসিডেন্টের ঢাকা সফরকালে এ বিষয়ে সমঝোতা হতে পারে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here