Daily Gazipur Online

তৃতীয় পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণে সেচ্ছাসেবি সংগঠন”মানব সেবায় আমরা ক’জনা”

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ রানীশংকৈল উপজেলার পৌর শহরে সড়কে ঘুরে ঘুরে ও বাড়িতে বাড়িতে গিয়ে অসহায় গরিব দুস্থদের হাতে আবারও ৩য় পর্যায়ে খাদ্য সামগ্রী তুলে দেলেন রানীশংকৈলের “মানব সেবায় আমরা ক’জনা” নামের সেচ্ছাসেবি সংগঠনটি।
৩য় পর্যায়ে আবার সম্মিলিত ভাবে পৌর শহরের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও কাচাবাজার পৌচ্ছে দিচ্ছেন সংঘঠনটির সদস্যরা। মানবতা মানুষের মাঝেই বিরাজমান। হয়ত এলাকার মানুষজনরা তাদের এমন মহৎ কাজের কথা অনেকেই ভাবেন না। তারা যে আজ নিজ উদ্যোগে নিজের চেষ্টায় নিজেরাই দেশের ক্রান্তীলগ্নে অসহায় মধ্যবিত্ত পরিবার গুলোর পাশে দাড়াবে তাদের সার্বক্ষণিক খোজ খবর রাখবে। দুর হতে কেউ এসকল যুবকদের চলাফেরা দেখলে মনে করবেনা তারা এমন মহৎ কাজ করতে পারেন। আসলে একটি মানুষের সাথে চলাফেরা না করলে বা যদি না মেশা যায় তাহলে তাদের মন বুঝা যাবে না। তাদের এমন মহোতি উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিছেন। এবং তাদের এ উদ্যোগে মানব সেবায় প্রবাস থেকে তাদের পাশে থাকার চেস্টা করেছেন।
সংগঠনটির সদস্যা বলেন এখানে আমরা যে কজনা এ উদ্যোগটি শুরু করেছি আমাদের জমানো কিছু টাকা ও দু একজন বাহির থেকে আমাদের সাথে সামিল হয়েছেন। আমরা চাই আমাদের এ উদ্যোগ আমরা যতদিন পারবো চালিয়ে যাব-ইনশাআল্লাহ। আমাদের সাথে যে যেভাবে সামিল হতে চায় আমরা তিরাদের স্বাগত জানাই।
এসময় নিম্নবিত্ত, মধ্য নিম্নবিত্ত, মানুষ গুলোকে খাবারের চাল,ডাল,সাবান,আলু,করোলা,বেগুন খাদ্য সামগ্রীর একটি প্যাকেট তুলেদেন।
প্রাণঘাতী করোনা ভাইরাস এর কারণে কর্মহীন হচ্ছে মানুষ, কাজে বের হতে না পারায় অসহায় হয়ে পড়েছে অনেকেই। দেশের এ ক্রান্তীলগ্নে রানীশংকৈলের বেশ কয়েক জন বেকার যুবক মিলে একটি সংগঠন করেন। সংগঠন থেকে প্রথমবারে ৭০ জনকে খাদ্য সামগ্রী তুলে দিয়েলেন।এবার ২য় বারে ৭১ জনকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন বলে সংগঠনের সদস্যরা জানান। আরেকটি মজার বিষয় হচ্ছে খাদ্য সামগ্রীর প্যাকেটি উপকার ভোগীদের তুলে দেওয়ার সময় কোন রকমের সেলফি বা ছবি এবার ও তিনারা তুলেননি।
সংগঠনের সদস্যরা বলেন, আজ তৃতীয় পর্যায়ে আমরা ৩১টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। তাদের মুখে হাসি ফুটেছে।আমরা কথা দিয়েছিলাম আমাদের এই কর্মসুচি চলমান থাকবে পর্যায়ক্রমে। সেটা চলমান রাখার চেস্টা করছি। অসহায় কর্মহীন মানুষ গুলোর পাশে সকল বিত্তবান ও সেচ্ছাসেবি সংগঠন গুলোকে সাহায্যরে হাত বাড়িয়ে দেবার আহব্বান জানান।