
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর তেজগাঁও থানার নাখালপাড়ার একটি বাসা ও বেসরকারী উন্নয়ন সংস্থা (আশা এনজিও) নামে একটি অফিসের ভেতর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন-স্বামী আসমত আলী (৪৪) ও স্ত্রী ফারজানা (৩৩)।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
এদিকে, ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামাল উদ্দিন আজ গনমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর তেজগাঁও থানার নাখালপাড়ায় ভাড়া থাকতেন আসমত ও ফারজানা দম্পতি। বাসা লাগোয়া আশা এনজিও’র নামে একটি অফিসে কাজ করতেন ফারজানা। শুক্রবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে তেজগাঁও থানার নাখালপাড়ার লুকাস মোড়ের ৮৫নম্বর বাসার নিচতলায় একটি এনজিও’র অফিস থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের এই কর্মকর্তাআরো জানান, আসমতকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এবং ফারজানাকে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। ফারজানার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচেছ। তাদের তিন সন্তান রয়েছে। তার বড় ছেলের নাম রিফাত। তিনি পেশায় একজন মোটর মেকানিক। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশের সিআইডি ক্রাইম সিন কাজ করছেন।
তবে, মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। পরে খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন।
ডিএমপির তেজগাঁও থানার ডিউটি অফিসার (এসআই) শরিফুল ইসলাম জানান, নিহত আসমত আলীর বাড়ি নরসিংদীতে। তারা এনজিওর পাশেই এক বাসায় বসবাস করতেন। আসমত আলী মাছ ব্যবসায়ী ও আশা এনজিওতে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।






