‘তোলপাড়’ শুরু করলেন শাকিবা

0
284
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: বৃহস্পতিবার থেকে নতুন ছবির কাজ শুরু করেছেন নায়িকা শাকিবা বিনতে আলী। ছবির নাম ‘তোলপাড়’। এ প্রসঙ্গে শাকিবা বলেন, ছবিটির বেশকিছু অংশের কাজ আগে হয়েছে। এতে আমি প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছি। গল্পটি দারুণ। বউ সেজে অভিনয় করলাম। এমনই একটি দৃশ্য ছিল । নতুন লুকে দর্শকরা আমাকে ছবিতে দেখতে পাবেন।
এ ছবিতে আমার বিপরীতে সনি রহমান অভিনয় করছেন। রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে এর দৃশ্যধারণের কাজ হচ্ছে। এটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। কাজটি নিয়ে আমি আশাবাদী। এ ছবিতে আরো অভিনয় করছেন মুনমুন। বর্তমানে ছবির দ্বিতীয় লটের কাজ চলছে। আগামি ৪ঠা আগস্ট থেকে পুবাইল ও তিনশ ফুটের রাস্তায় ছবির বাকি কাজ হবে। নায়িকা শাকিবা ২০০৫ সালে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘ভÐনেতা’ ছবির মাধ্যমে ঢালিউডে কাজ শুরু করেন। তবে তার অভিনয়ে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘জীবনের গ্যারান্টি নাই’। এ ছবিটিও পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। আর এতে শাকিবার নায়ক হিসেবে অভিনয় করেন আমিন খান। এরপর তার অভিনীত ‘বাঁচাও দেশ’, ‘মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘দুর্র্ধষ’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘এক জবান’, ‘মাটির ঠিকানা’, ‘রূপান্তর’সহ ৪০টি ছবি মুক্তি পায়। এরপর লম্বা বিরতি। হঠাৎই বড় পর্দা থেকে সরে যান। তবে আবার নিয়মিত হতে যাচ্ছেন তিনি। ঢাকার পাশাপাশি কলকাতায়ও নতুন ছবি নিয়ে কথা চলছে শাকিবার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here