
এনামুল হক: করোনা ভাইরাসের মরণ ছোবলে সারা বিশ্ব যখন ধুঁকছে তখন পর্তুগীজ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের UK কোষাধ্যক্ষ আশিকুর রহমান সবুজ মন্ডল ও আমিরাবাড়ি ইউনিয়নের তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক ইমরান হোসেন সোহাগ মন্ডল এর যৌথ উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া আমিরাবাড়ী ইউনিয়নের প্রায় ২০০ হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে তিনি এই ত্রাণ সামগ্রী অসহায় ও কর্মহীন জনসাধারণের হাতে পৌঁছে দেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল,ছোলা,আলু,মিষ্টি কুমড়া ইত্যাদি। উল্লেখ্য তিনি এর আগেও এই ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় সোহাগ মন্ডল বলেন, আমরা এই মহামারি তে সব সময় অসহায় মানুষের পাশে আছি ইনশাঅাল্লাহ। যদি বিত্তবানরাও এরকমভাবে অসহায় ও কর্মহীনদের পাশে দাঁড়ায় তবে আমিরাবাড়ী ইউনিয়নে কেউ না খেয়ে থাকবেনা বলে আমার বিশ্বাস। পাশাপাশি তিনি সকলকে করোনা ভাইরাস বিস্তার রোধে সচেতন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। এসময় আরও উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম, সাকিব মন্ডল, হাবলু,আপন প্রমুখ।






