ত্রিশা‌লে ইসলামী আন্দোলনের বিশাল জনসভা

0
159
728×90 Banner

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশা‌লের ইসলামী আন্দোলন বাংলাদেশের এক বিশাল জনসভা অনু‌ষ্ঠিত হয়ে‌ছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে দরিরামপুর সিএমবি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মন‌সিংহ দ‌ক্ষিণ শাখার আ‌য়েজ‌নে ও ত্রিশাল উপ‌জেলা শাখার ব‌্যবস্থাপনায় উক্ত জনসভা অনু‌ষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন, ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দে‌শের সি‌নিয়র নায়ে‌বে আ‌মির মুফ‌তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল ক‌রীম। জনসভায় বি‌শে‌ষে অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খে‌নে, ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দে‌শের যুগ্ম মহাস‌চিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল ক‌রিম আকরাম, কেন্দ্রীয় স্বাস্থ‌্য ও প‌রি‌বেশ বিষয়ক সম্পাদক মাওলানা অধ‌্যাপক ডাঃ না‌সির উ‌দ্দিনসহ আরো অ‌নে‌কে। সভাপ‌তিত্ব ক‌রেন ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দে‌শ ময়মন‌সিংহ দ‌ক্ষিণের মাওলানা মুহাঃ মামুনুর রশীদ সি‌দ্দিকী ও সঞ্চালনা ক‌রেন ত্রিশাল শাখার সভাপ‌তি মাওলানা ইব্রাহীম খ‌লিল উল্লাহ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here