ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ

0
86
728×90 Banner

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ত্রিশালে।
সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিস ময়মনসিংহের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে এই আয়োজন করে।
অনুষ্ঠানে ত্রিশাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ প্রফেসর জান্নাতুল ফেরদৌস।
উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা পারভীন-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (একিউএইট) কামরুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা, আউলিয়ানগর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here