এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে বিলাসবহুল একটি ল্যান্ড ক্রসার গাড়িতে করে ১৪ হাজার ৫০ পিস ইয়াবা পরিবহনের সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, জুনায়েদ খন্দকার ওরফে অনিক (২৩) ও মোঃ মাহবুবুর রহমান (২৫)। এসময় আটককৃতদের নিকট থেকে ইয়াবা মাপার কাজে ব্যবহৃত একটি ইলেকট্রিক মেশিন ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো (ঘ) ১১-১৬৫৯ নামে একটি ল্যান্ড ক্রসার জিপ জব্দ করা হয়।
রোববার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখান থানা এলাকা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার ইয়াবা ও জিপ সহ আটক করা হয়।
গোয়েন্দা উত্তর বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম সাকলায়েন পিপিএম সোমবার কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণখান থানা ও গোয়েন্দা পুলিশ জানান, একটি মাদক ব্যবসায়ী চক্র বিলাসবহুল গাড়িতে ইয়াবা পরিবহন করছে এমন তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় রোববার সন্ধ্যায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে গোয়েন্দা উত্তর বিভাগের গুলশান জোনাল টিমের সদস্যরা ঢাকা মেট্রো (ঘ) ১১-১৬৫৯ নামে একটি ল্যান্ড ক্রসার জিপ তল্লাশী করে ১৪ হাজার ৫০ পিস ইয়াবাসহ জুনায়েদ ও মাহবুবর কে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত দুই মাদক ব্যবসায়ী গোয়েন্দা পুলিশকে জানান, তারা কক্সবাজার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকায় এনে বিক্রি করে। সেক্ষেত্রে তারা কালো রংয়ের স্কচটেপ দিয়ে ইয়াবাগুলি পোটলা করে জব্দকৃত গাড়ির বডির ভিতরে বিশেষভাবে লুকিয়ে ঢাকায় নিয়ে আসে। এ বিষয়ে রাজধানীর দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।