মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানীর দক্ষিণ খান মুক্তিযোদ্ধা রোডের মুসলিম পাড়ায় আরাফাত নাফিজ লজে গ্যাসের লাইনে অবৈধ সংযোগ দেওয়ার সময় মোঃকাউসার( ৫০)ও নুরু মিয়া( ৪৫)নামে দুই ব্যাক্তি দগ্ধ হয়েছে বলে যানা যায়।
গত ৫ মার্চ সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। এই সময় কাউসার ২০ পুরে দগ্ধ হয়েছেন।বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছে। অপরজন নুরু ১৮ ভাগ শরীরের বিভিন্ন অংশে পুরে গেছে।
স্থানীয়রা জানান, বাড়ির ৭ তলায় গ্যাসের লাইনের কাজ করার সময়,লাইনটি লিকেজ থাকায় এই দূর্ঘটনা ঘটে। তারা আরো জানায়,তিতাসের অনুমতি না নিয়ে অদক্ষ লোক দিয়ে এই কাজ করার কারনেই এই দূর্ঘটনা ঘটে।ঘটনাটি হওয়ার পর থেকেই বাড়ির মালিক কর্তৃপক্ষ মাজারুলবিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।
এই বিষয়টি নুরু মিয়া নিজে বাদি হয়ে ৭ মার্চ দক্ষিণখান থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
তিনি অভিযোগে উল্লেখ করেন,ঘটনার পর থেকেই ভবনের মালিকের ভাই মাজারুল তাকে একটি মলম কিনে দিয়ে যায়। এই পযর্ন্ত তাকে উন্নত চিকিৎসার জন্য কোন হাসপাতালে নেওয়া হয়নি। পরিবার পরিজন নিয়ে তিনি বিপাকে আছেন।
অপরজন কাউসারের অবস্থা আশঙ্কাজনক।তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি আছেন।
নাম না জানানোর শর্তে নামে একজন ব্যাক্তি প্রতিবেদক কে জানান,দীর্ঘদিন যাবৎ এই আরাফাত নাফিজ লজে অবৈধ ভাবে গ্যাসের লাইন নিয়ে ১১ গ্যাসের চুলার অনুমতি নিয়ে ১৬ চুলা চালানোর হচ্ছে।
তাদের এই অনিয়মের কারণেই এই দূর্ঘটনা ঘটেছে।আমরা এর বিচারের দাবী জানাচ্ছি।
গত ৯ মার্চ রাতে নুরু মিয়া প্রতিবেদককে জানান,রাতে ভবনের মালিকের মেয়ে তাকে ডাকদিয়ে জোরপূর্বক একটি সাদা কাগজে স্বাক্ষর করতে বলেন।স্বাক্ষর না করায় তারপর দিন একটি ফোন নাম্বার হতে তাকে হুমকি ধামকি দেওয়া হয়।
এই বিষয়ে দক্ষিণখান থানার অফিসার তদন্ত আজিজুল হক জানান,বাদী চাইলে যে কোন সময় আমরা মামলা রুজু করবো।
দক্ষিণখান বাড়ির মালিকের অবহেলায় দূর্ঘটনা
