দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষেই ঘুরে দাঁড়াবে

0
202
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ধারণা বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই স্বরূপে ফিরবে প্রোটিয়ারা।
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার হারটা লজ্জারই। ওভালে ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেটের সামনে ¯্রফে উড়ে গেছে প্রোটিয়ারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংÑতিন বিভাগেই ইংল্যান্ডের কাছে হেরেছে তারা। ফ্যাফ ডু প্লেসির দলের পেস বোলিংকে সেরা বলা যেতেই পারে। কিন্তু ইংলিশ ব্যাটসম্যানরা যেভাবে তাদের খেলেছেন, যেভাবে নাকাল করেছেন তাতে করে তাদের আত্মবিশ্বাস তলানিতে যেতেই পারে। হারটার মানসিক পীড়াও তো কম নয়। বাংলাদেশের প্রথম ম্যাচ এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই। বাংলাদেশের সমর্থকেরা প্রোটিয়াদের এই অবস্থায় যদি স্বস্তি বোধ করেন, তাহলে তাদের কিছুটা আশাহতই করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি মনে করেন বাংলাদেশের বিপক্ষেই স্বরূপে ফিরবে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারের বাজে স্মৃতি ভুলে যেতেই বলছেন সৌরভ, ‘প্রথম ম্যাচে ফল দক্ষিণ আফ্রিকার পক্ষে যায়নি। তবুও তাঁদের অবশ্যই পরবর্তী ম্যাচে স্বরূপে ফিরবে। বড় পরাজয়ের ব্যথা ভুলে তাঁদের সামনে এগিয়ে যাবে। বিশ্বকাপ জেতাটা মুখ্য নয়, জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামাটাই মূল বিষয়।’
দক্ষিণ আফ্রিকা বরাবরের মতো এবারও শক্তিশালী দল নিয়েই বিশ্বকাপ মিশনে এসেছে। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহিরকে নিয়ে গড়া বোলিং আক্রমণ তাদের। দক্ষিণ আফ্রিকার বিশ্বমানের ব্যাটিং লাইনআপের নামগুলোও বেশ পরিচিত সবার। ফাফ ডু প্লেসি, হাশিম আমলা, এইডেন মার্করামরা নিজেদের দিনে প্রতিপক্ষের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন। দক্ষিণ আফ্রিকাকে নিজেদের এই শক্তির ব্যাপারটিই মনে করিয়ে দিয়েছেন সৌরভ, ‘পরের ম্যাচে নিজেদের গুছিয়ে মাঠে নামতে হবে। নিজেদের সবকিছু দিয়ে লড়তে হবে। দক্ষিণ আফ্রিকা দলে প্রতিভার কোনো কমতি নেই। রাবাদা, এনগিডি দুর্দান্ত বোলার। ইমরান তাহির তো এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here