দিনাজপুর থেকে জঙ্গি সংগঠনের দুই সদস্য গ্রেফতার, উগ্রপন্থি কাগজপত্র জব্দ

0
146
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : আল্লাহর দলের কতিপয় সদস্য দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকা গোপনে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর দুইজন সদস্যকে গ্রেফতার করেছেএন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আলী আকাশ (৩৬) ও মোঃ শাহাবুল ইসলাম ওরফে সাজু (৪০)। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৪ টি মোবাইল ফোন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন ধরণের প্রয়োজনীয় দলিলাদি ও অন্যান্য উগ্রপন্থি কাজগপত্র উদ্ধার করা হয়।
আজ সোমবার ডিএমপির জনসংযোগ ও গনমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিঞ্জপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এন্টি টেররিজম ইউনিটের লিগ্যাল এন্ড মিডিয়া বিভাগের পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রোববার রাতে আল্লাহর দলের কতিপয় সদস্য দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে দিনাজপুর জেলার কোতয়ালী থানার পৌরসভার পুলহাট কসবাস্থ সেন্ট ফিলিপস হাইস্কুল এর পূর্ব দিকে জনৈক আব্দুর রহমান এর বাড়ীর ভিতর একত্রিত হয়ে গোপন মিটিং করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এটিইউ’র একটি দল ঐ বাড়িতে ঘটনার দিন রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে মোঃ আলী আকাশ (৩৬) ও মোঃ শাহাবুল ইসলাম ওরফে সাজু (৪০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নিকট থেকে ৪ টি মোবাইল ফোন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন ধরণের প্রয়োজনীয় দলিলাদি ও অন্যান্য উগ্রপন্থি কাজগপত্র উদ্ধার করা হয়।
সংবাদ বিঞ্জপ্তিতে আরও বলা হয়, ধৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে জানা যায় যে, তারা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আল্লাহর দল” এর পদাধিকারী সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত মোঃ আলী আকাশ আল্লাহর দলের বিভাগীয় নায়েক হিসাবে গাজীপুর ও নরসিংদী জেলার এবং মোঃ শাহাবুল ইসলাম ওরফে সাজু আল্লাহর দলের সক্রিয় সদস্য হিসেবে দিনাজপুর জেলায় দায়িত্ব পালন করে আসছেন।এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here