ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিনোদন: দীর্ঘদিন পর জিঙ্গেলনির্ভর একটি বিজ্ঞাপনে কাজ করলেন সাদিয়া ইসলাম মৌ। এটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের ফ্রিজের বিজ্ঞাপন এটি। গত দু’দিন রাজধানীর তেজগাঁওয়ের একটি স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এতে ক্যামেরাম্যান হিসেবে ছিলেন রাজু রাজ। কোরিওগ্রাফি করেছেন হৃদি শেখ। মৌ বলেন, দীর্ঘদিন পর জিঙ্গেলনির্ভর একটি বিজ্ঞাপনে কাজ করে খুব ভালো লেগেছে। এদিকে আজ নন্দিত এই মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রীর জন্মদিন।
তবে দিনটিকে ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। মৌ বলেন, দু’বছর আগে আমি আমার প্রিয় বড় বোনকে হারিয়েছি। তারপর থেকে সত্যি বলতে কী শুধু জন্মদিন কেন কোনো উৎসবই আমার কাছে আর আনন্দময় হয়ে ওঠে না। কোনোরকম আনন্দ করার চিন্তাও করি না আমি। তাই খুব সাধারণভাবেই আজকের দিনটি কাটবে।