দুই বছর পর সীমানা

0
205
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: অভিনেত্রী সীমানা। চলতি বছরের শুরু থেকে অভিনয়ে নিয়মিত হয়েছেন। এই অভিনেত্রীর এখন হাতে দুরন্ত টিভি’র ‘টিরি গিরি টক্কা-২’ ও আকতারুজ্জামান তুহীনের একটি ধারাবাহিক নাটক আছে বলে জানান। তবে এর বাইরে খÐ নাটকেও অভিনয় করছেন তিনি। দুই বছর পর এবার ঈদের নাটকেও থাকছেন এই লাক্স তারকা। সীমানা বলেন, দুই বছর পর আবারও বড় একটি উৎসবে দর্শকের সঙ্গে থাকবো আমি। এরইমধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছি। সত্যি বলতে আমি এখন অভিনয়ে নিয়মিত। ইচ্ছে আছে এখন থেকে এভাবেই কাজ করার। ২০০৭ সালে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই অভিনেত্রীর। ২০১৪ সালে কণ্ঠশিল্পী পারভেজকে বিয়ে করেন তিনি। তারপর অভিনয়ে ভাঁটা পড়ে সীমানার। নতুন এই জার্নি নিয়েও কথা বলেন তিনি। তার ভাষ্য, আমি অনেক দিন নাটকে নিয়মিত ছিলাম না সত্যি। তবে এ মাধ্যমটির খোঁজ খবর নিয়মিত রেখেছি। কে কেমন কাজ করছে। সব আমার জানা আছে। আমি সবদিক থেকে প্রস্তুতি নিয়েই অভিনয়ে ফিরেছি। আমি কারো সঙ্গে প্রতিযোগিতা করতে আসিনি। দর্শকের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা আছে। আমি সেটিকে কাজে লাগাতে চাই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here