ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণ ঐক্যের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধের ডাক দিয়ে দুর্নীতিবাজদের ঝাড়ু প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গণ ঐক্যের সভাপতি আরমান হোসেন পলাশের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার, সংগঠনের সহ-সভাপতি মোঃ শহীদ, ইমাম আহমেদ, নাসির আহমেদ, এড. সাদিকুর মিয়া তালুকদার, শফিকুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ গণ ঐক্যের সভাপতি আরমান হোসেন পলাশ বলেন, সারাদেশে দুর্নীতি আজ মহামারী আকার ধারণ করেছে। আমরা ঝাড়ু প্রদর্শনের মাধ্যমে দুর্নীতিবাজদের প্রতি ধিক্কার জানাচ্ছি। একই সাথে জনগণকে দুর্নীতিবাজদের প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই। বালিশ-বই-পর্দা কেলেঙ্কারির মত বেরিয়ে আসছে একের পর এক অবিশ্বাস্য দুর্নীতির ঘটনা। এখনই প্রতিরোধ না করলে এই দুর্নীতি মহামারী আকার ধারণ করবে।