দুর্নীতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে…..লায়ন মোঃ গনি মিয়া বাবুল

0
224
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, দুর্নীতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের সর্বত্র দুর্নীতি চলছে। দুর্নীতি উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন আরো জোরদার করতে হবে। দুর্নীতি প্রতিরোধে স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে প্রকৃত অর্থে স্বাধীন ও অধিক কার্যকর করতে হবে। কমিশনে নির্লোভ, সৎ ও দেশপ্রেমিক কর্মীদের নিয়োগ দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন এর উদ্যোগে ঈদ পূণর্মিলনী উপলক্ষে ১৫ জুন সকালে ঢাকার তোপখানা রোডস্থ কমরেড নির্মলসেন মিলনায়তনে আয়োজিত ‘দুর্নীতি করবো শেষ, গড়বো সোনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গণআজাদী লীগের মহাসচিব মোঃ আতাউল্লাহ খান। সংগঠনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন, সংগঠনের নেতা মোঃ তোফাজ্জল হোসেন, রাজিব হোসেন রাজন, অলি উল্লাহ চৌধুরী, তোজাম্মেল হক, জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here