দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন: নাহিদ

0
84
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গাজীপুরের সন্ত্রাসীরা ধমক দিচ্ছে। মহড়া দেওয়ার চেষ্টা করছে। ভয় দেখিয়ে তারা বলছে- জাতীয় নাগরিক পার্টির গণঅভ্যুত্থানের শক্তিকে উপড়ে দেবে।
তিনি বলেন, মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদীরা কিছুদিন আগে গোপালগঞ্জেও আমাদের বাধা দিয়ে রাখতে পারেনি। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা আজ গাজীপুরের মাটিতে এসেছি।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নাহিদ বলেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান। তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখুন। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন, যেভাবে জুলাই আন্দোলনে আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম।
সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here