দেশীয় তারকাদের নিয়ে ভারতীয় মিডিয়ায় আপত্তিকর ও মনগড়া খবর

0
233
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম ‘এই সময় ডটকম’ আপত্তিকর ও মনগড়া খবর প্রকাশ করেছে বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন তারকাদের নিয়ে। খবরের শিরোনাম করা হয়েছে ‘বাংলার যে সব মডেল, অভিনেত্রী আর সেলেবদের রোজগার শরীর বেচে!’ আর এমন আপত্তিকর খবরে নাম রয়েছে ‘তিন্নি, চৈতি, মিলা, নোভা, প্রভা, ইভা রহমান, মেহজাবীন, বিদ্যা সিনহা মিম, শখ, সারিকা, বিন্দু, পড়শির মতো প্রতিষ্ঠিত শোবিজ তারকার। সংবাদের বাংলাদেশি শোবিজ তারকাদের শুধু ছোট করা হয়নি, সরাসরি ‘দেহ ব্যবসার’ স্বীকৃতিও দেওয়া হয়েছে। খবরে এসব তারকাদের সেক্স স্ক্যান্ডালে জড়ানোর কথা উল্লেখ করা হলেও তার কোনো প্রমাণ দিতে পারেনি ভারতীয় গণমাধ্যমটি। শুধু বিভিন্ন সময় ইন্টারনেটে ছড়ানো নানা গুজব-গুঞ্জনের ওপর ভিত্তি করে এসব শোবিজ তারকাদের ‘দেহ ব্যবসায়ী’ বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সেক্স স্ক্যান্ডালের শিকার হয়ে এসব তারকার অনেকেই ক্যারিয়ার থেকে ছিটকে পড়েছেন। যার আদৌ কোনো ভিত্তি নেই। লাক্স তারকা বিন্দু, অভিনেত্রী তিন্নি, মডেল চৈতি ব্যতীত বাকি সবাই এখনো সগৌরবে শোবিজে কাজ করে যাচ্ছেন।
এছাড়া খবরের শিরোনামের সঙ্গে ভেতরের সংবাদের মিল নেই। প্রায় প্রত্যেকের শেষে বলা হয়েছে ‘সত্যতা মেলেনি’। এই সংবাদে নাম আছে এমন দু’একজন তারকার কাছে এমন সংবাদের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তারা বিরক্তি প্রকাশ করেন। একই সঙ্গে এই সংবাদকে ‘বিদেশি পত্রিকার উদ্দেশ্যমূলক নেংরা সংবাদ’ বলে মন্তব্য করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here