Daily Gazipur Online

দেশের অধিকাংশ মানুষকেই ভ্যাকসিন প্রদান করা সম্ভব: উপাচার্য ডা.শারফুদ্দিন

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, কোভিড-১৯ থেকে মানুষকে বাঁচাতে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা, চীনের ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা সিনোভ্যাক, যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকা বায়োএনটেক বাংলাদেশের মানুষকে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে এক কোটি ডোজেরও অধিক টিকা মানুষকে প্রদান করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে চাহিদা মতো টিকা প্রাপ্তির জোর তৎপরতা চলছে। দেশেও ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই ভ্যাকসিন নিয়ে আর হতাশা নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশের অধিকাংশ মানুষকেই বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে। অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকা প্রদান কার্যক্রমের বিষয়ে মাননীয় উপাচার্য বলেন, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ কোনো কোনো কেন্দ্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম চলছে। আশা করি, আগামী এক-দুই মাসের মধ্যেই চুক্তি অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকা পাওয়া যাবে। তখন অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকা প্রদানের কার্যক্রম পুরোমাত্রায় শুরু করা যাবে। চলমান কঠোর লকডাউন প্রসঙ্গে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, নিজের ও অপরের জীবন রক্ষার্থে ঘরবন্দী থাকুন। বিশেষ প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধের প্রথম ভ্যাকসিন হলো মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। আজ রবিবার ৪ জুলাই ২০২১ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আজ রবিবার ৪ জুলাই ২০২১ইং তারিখে কোভিড ১৯ এর প্রথম ডোজের (ফাইজারের) টিকা নিয়েছেন ৫২২ জন এবং দ্বিতীয় ডোজের (অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা) টিকা নিয়েছেন ৫৫ জন। এ নিয়ে আজ ৪ জুলাই ২০২১ইং পর্যন্ত ফাইজারের ১২ শত ৬০ জনসহ প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪৯ হাজার ২ শত ৬০ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৭ হাজার ৯ শত ৮৬ জন। এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ রবিবার ৪ জুলাই ২০২১ইং পর্যন্ত ১ লক্ষ ৫৮ হাজার ৮ শত ৯ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে আজ রবিবার ৪ জুলাই ২০২১ইং পর্যন্ত ১ লক্ষ ৪ হাজার ১ শত ৭ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে আজ রবিবার ৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৯ হাজার ৮ শত ২০ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৪ শত ৪৯ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৫ শত ২৮ জন। বর্তমানে ভর্তি আছেন ১৬৫ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন।