ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): আজ ১৮ অক্টোবর ২০২০ রোববার বিকাল ৩.৩০ টায় আফসার মিয়া কমপ্লেক্স, কালুহাটি, পান্না, ঝিনাইদহে জাতীয় স্বাধীনতা পার্টির উদ্যোগে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু বলেন, “আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে ব ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শিশু রাসেলকেও হত্যা করেছিল।”
তিনি বলেন, “খুনিরা শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর-তরুণ সকলের কাছে ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে বাংলাদেশের জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন। মানবিক চেতনা সম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক মৃত্যুকে হৃদয়ে ধারণ করে দেশের প্রতিটি শিশু-কিশোরের মুখে হাসি ফোটাতে আজ াপ্রতিশ্রুতিবদ্ধ।”
ঝিনাইদহ সদর উপজেলার জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং গান্না ইউনিয়নের সভাপতি মোঃ তোফােজ্জেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, জুয়েল বিশ্বাস, আব্দুল ওহাব মন্ডল, হামিদুর রহমানসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।