Daily Gazipur Online

দেশে করোনায় আক্রান্ত ৪০ গণমাধ্যমকর্মী এপর্যন্ত ৩ জনের মৃত্যু

এস,এম,মনির হোসেন জীবন : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে মাঠে থেকে কাজ করছেন গণমাধ্যমকর্মীরাও। আর তাই এ পেশায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও দিন দিন পাল্লা দিয়েই বেড়েই চলেছে ।
শুক্রবার (১ মে) পর্যন্ত ঢাকা সহ সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত গণমাধ্যম কর্মীর সংখ্যা ৪০ জন ছাড়িয়েছে। ইতোমধ্যে মারাও গেছেন ৩ জন। তবে সুস্থ হয়েছেন ১০ জন।
শুক্রবার পর্যন্ত আক্রান্ত গণমাধ্যমকর্মীরা হলেন- ইন্ডিপেন্ডেন্ট টিভির ১ জন ক্যামেরাপারসন (সুস্থ), যমুনা টিভির ১ জন সংবাদকর্মী (সুস্থ), দীপ্ত টিভির ৬ জন সংবাদকর্মী (১ জন সুস্থ), এটিএন নিউজের ১ জন সংবাদকর্মী (সুস্থ), যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি (সুস্থ), একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি (সুস্থ), বাংলাদেশের খবরের ১ জন সংবাদকর্মী (সুস্থ), দৈনিক সংগ্রামের ১ জন (সুস্থ), মাছরাঙা টিভির সাধারণ সেকশনরে ১ জন কর্মকর্তা, নারায়নগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদকসহ (সপরিবার) রেডিও টুডের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি (সুস্থ), চ্যানেল আই এর অনুষ্ঠান বিভাগের ১ জন, দৈনিক প্রথম আলোর ১ জন।
দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি (সুস্থ), নিউজ পোর্টাল পূর্বপশ্চিমের জামালপুর প্রতিনিধি, দৈনিক আজকালের খবরের বামনা (বরগুনা) প্রতিনিধি, নিউজ পোর্টাল বিবার্তার একজন সংবাদকর্মী, দৈনিক ইনকিলাবের একজন সংবাদকর্মী, দৈনিক জনতার একজন নারী সংবাদকর্মী, দৈনিক কালেক কণ্ঠের একজন ফটোগ্রাফার, এনটিভির ৪ জন সংবাদকর্মী এবং একজন মেকাপ আর্টিস্ট, দৈনিক আমার বার্তা’র সম্পাদক, আরটিভির বার্তাকক্ষের একজন সংবাদকর্মী, বাংলাভিশনের একজন রিপোর্টার, এসএ টিভির গাজীপুর প্রতিনিধি, যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজের একজন সাব-এডিটর, দৈনিক প্রতিদিনের সংবাদের একজন রিপোর্টার, নতুন সময় টিভির (আইপিটিভি) একজন নিউজ প্রেজেন্টার, দৈনিক সময়ের আলোর একজন ফটোগ্রাফার,দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন (মৃত), ঢাকা, সাংবাদিক খোন্দকার মোহিতুল ইসলাম রন্জু (বাসস,অবজারভার), নিকুঞ্জ,ঢাকা, (মৃত) দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’র সাতক্ষীরা জেলার তালহা উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম(২৬) (মৃত)।
আক্রান্ত একাধিক সংবাদকর্মীরা গমমাধ্যমকে জানান, প্রতিনিয়ত অফিসের বাইরে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত থাকায় তারা করোনা আক্রান্ত হয়েছেন। তবে কেউ কেউ বলছেন, আক্রান্তের পর সঠিক চিকিৎসা পেতে নানা বিড়ম্বনার মুখোমুখিও হতে হচ্ছে তাদের।