দেশে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত

0
170
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জন এবং মৃতের সংখ্যা ৫। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন।
সোমবার দুপুর ১২টায় মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ব্রিফিংয়ে ফ্লোরা বলেন, গেল ২৪ ঘণ্টায় মোট ১৫৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের পরীক্ষা শেষে একজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ভাইরাস শনাক্ত হলো ৪৯ জনের শরীরে। তবে এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও চারজন। এদের মধ্যে তিনজনই ষাটোর্ধ্ব।
ব্রিফিংয়ে মীরজাদী সেব্রিনা ফ্লোরা আবারও সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আবারও অনুরোধ করছি, আমরা যে ধরনের পরামর্শ দিচ্ছি, সেগুলো সঠিকভাবে মেনে চলার জন্য।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here