দেশে টিকা নিয়েছেন প্রায় ২৫ লাখ মানুষ

0
76
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন প্রায় ২৫ লাখ মানুষ। দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে মঙ্গলবার টিকা নিয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৯৬ জন। টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
মোট টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ রয়েছেন ১৬ লাখ ৩৪ হাজার ৩৩ জন এবং নারী ৮ লাখ ৫৭ হাজার ২০ জন। তাদের মধ্যে ৬৩০ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে, যা মোট গ্রহিতার শতকরা শূন্য দশমিক ০২৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬২ হাজার ২৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ১৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৭০৮ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৬৫১ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ৭৬৫ জন, খুলনা বিভাগে ২২ হাজার ৮১৬ জন, বরিশাল বিভাগে ৮ হাজার ৪৪৩ জন আর সিলেট বিভাগে ৯ হাজার ৮৬ জন।
দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here