দেশে তৈরি মুঠোফোন যাচ্ছে নেপালে

0
131
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশের চাহিদা মিটিয়ে নিজেদের কারখানায় তৈরি মুঠোফোন নেপালে রপ্তানি করছে সিম্ফনি। শনিবার সাভারের আশুলিয়ায় সিম্ফনি কারখানায় এ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, দেশে তৈরি মুঠোফোন দ্বিতীয়বারের মতো বিদেশে রপ্তানি হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশে তৈরি ডিজিটাল যন্ত্র ৫০টি দেশে রপ্তানি হবে। গুণগত মানের সঙ্গে আপস না করে সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে পারলে দেশে তৈরি মুঠোফোন শিগগিরই আন্তর্জাতিক বাজারে বড় একটা জায়গা তৈরি করতে পারবে।
অনুষ্ঠানে দেশে তৈরি মুঠোফোন রপ্তানিকে গৌরবের বিষয় বলে উল্লেখ করেন ডাক ও টেলিযোগাযোগসচিব মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কারখানা ঘুরে দেখেন তাঁরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here