দেশে যতবার মানুষ ভোট দিতে পেরেছে, তখনই জনগণ বিএনপিকে বেছে নিয়েছে।— এস এম জাহাঙ্গীর

0
107
728×90 Banner

মোঃ শাহজালাল,তুরাগ: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায় এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন দেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং মানুষ যতবার ভোট দিতে পেরেছে তখনই জনগণ বিএনপিকে বেছে নিয়েছে, আগামীতেও দেশের সুষ্ঠু নির্বাচন হবে এবং বিএনপিতে ক্ষমতা আসবে বলে এমন মন্তব্য করেছেন। শুক্রবার বিকেল ঢাকা ১৮ আসন অন্তর্গত তুরাগ থানায় বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণের সময় বিতরণ এর সময় এসব কথা বলেন তিনি । বিকাল পাঁচটায় কামারপাড়া নতুন বাজার থেকে শুরু হওয়া লিফলেট বিতরণ কর্মসূচির মিছিলটি অল্প সময়েই জনসমুদ্রে পরিণত হয় মিছিলটি নতুন বাজার থেকে শুরু হয়ে রাজাবাড়ি হয়ে হানিফ আলীর মোড় পর্যন্ত পৌঁছায়। পথজুড়ে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এ সময় লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা আলমাস আলী, তুরাগ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময়, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহবায়ক মেজবাহ উদ্দিন খোকন,৫৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৫২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুজিবর, সাধারন সম্পাদক এ বি সিদ্দিক, তুরাগ থানা স্বেচ্ছাসেবক ভারপ্রাপ্ত আহবায়ক দুলাল, সদস্য সচিব জামান, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফ, যুবদল নেতা হারুন, কৃষক দলের আহবায়ক আনোয়ার, সদস্য সচিব সোহেল, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির, সিনিয়র সহ-সভাপতি রনি, তাতী দলের সভাপতি আলম, সাধারণ সম্পাদক রবিউল এবং তুরাগ থানার অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here