

মোল্লা তানিয়া ইসলাম তমা : বর্তমান ছাত্র রাজনীতিতে প্রাণচাঞ্চল্য যেটা থাকার কথা বা যে গতিশীলতা থাকার কথা, প্রকৃতপক্ষে সেটা দেখতে পাওয়া যায় না ৷ এটা যে শান্তিকালীন স্থিতিশীল অবস্থা তাও নয় ৷ আসলে এটা চলৎশক্তিহীন একটা অবস্থা ৷ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ে আমার একান্ত ভাবনা থেকে একটু বলি । বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত, কি কি আদর্শ থাকা উচিত তাদের মাঝে? কার স্বার্থে তারা এগিয়ে আসবে? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই । ছাত্র রাজনীতি বাংলাদেশে নতুন নয়, বাংলাদেশের জন্মের সাথেই ছাত্র রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। ’৫২-র ভাষা আন্দোলনে এ দেশের ছাত্রসমাজ এক গৌরবোজ্জ্বল ভ‚মিকা রেখেছিল। এরপর ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মহান স্বাধীনতাযুদ্ধ এবং ’৯০-এর গণআন্দোলনে দেশের ছাত্রসমাজকে অগ্রণী ভ‚মিকা পালন করেছেন । এরপরের ইতিহাস কিছুটা অনাকাঙিক্ষত ও দুঃখজনক। রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা নীতি আদর্শ থেকে অনেকটা দ‚রে সরে আদছেন । তারা বিভিন্ন সহিংস কার্যকলাপে জড়িয়ে পড়ছেন । ষাট এবং সত্তরের দশকে এদেশের ছাত্র রাজনীতি ছিল মানুষের কল্যাণের জন্য, জনস্বার্থ রক্ষার জন্য, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে ছাত্র রাজনীতি কেমন যেন হয়ে গেছে এবং হইতেছে । সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের বিপরীতে নিজেদের এবং দলীয় হীনস্বার্থে শিক্ষাঙ্গনগুলোয় অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। দিনের পর দিন দলীয় আন্দোলনের নামে একের পর এক অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থীদের ভয়াবহ সেশনজটে ফেলে দেওয়া হচ্ছে । এখন ছাত্রসংগঠনগুলো দেশের স্বার্থের কথা ভাবে না, তাদের সহপাঠী সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের কথা ভাবে না। ভাবে শুধু নিজেদের স্বার্থের কথা । রাজনীতিতে তাদের যে আদর্শ ছিল তা আজ ভ‚লুণ্ঠিত। স্বার্থ যেখানে মুখ্য, সংঘাত সেখানে অনিবার্য। আজ আমরা দেখতে পাই ছাত্রসংগঠনগুলো শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজ সংগঠনের মধ্যেও মারামারিতে লিপ্ত হচ্ছে, তৈরি করছে বিভিন্ন গ্রæপ, উপগ্রæপ। ষাট এবং সত্তরের দশকে প্রতিপক্ষকে ঘায়েল করতে ছাত্ররা ব্যবহার করত তাদের মেধাশক্তি, প্রজ্ঞা, সৃজনশীলতা বিপরীতে বর্তমানে ছাত্র রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করতে সরাসরি ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি অস্ত্রশস্ত্র । অস্ত্রের ঝনঝনানিতে এখন প্রতিনিয়ত কেঁপে উঠছে বিশ্ববিদ্যালয়গুলো। ফলে মৃত্যুবরণ করছেন অনেক মেধাবী শিক্ষার্থী । আর প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পড়তে হচ্ছে বছরকে বছর সেশনজটে। যে মধ্যবিত্ত বা গরিব ঘরের শিক্ষার্থীটি চেয়েছিল নির্ধারিত সময়ে পড়াশুনা শেষ করে তার দরিদ্র বাবা,মার সংসারের হাল ধরবে সেই শিক্ষার্থীটির স্বপ্ন তখন শুধু স্বপ্নেই থেকে যায়। মাঝে মাঝে আশা ভঙ্গ হয়ে আত্মহত্যার পথও বেঁচে নেয় অপরাজনীতির কারণে বলিয়ান হওয়া শিক্ষার্থীটি । সা¤প্রতিক সময়ে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরাজমান সংঘর্ষে আবারও শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশংকা করা হচ্ছে । অনেক বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র হলের আধিপত্য ধরে রাখতে ছাত্রসংগঠনগুলো পুরো ক্যাম্পাসকে অনেক সময় অচল করে রাখেন । সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে খেলা হচ্ছে রাজনৈতিক নোংরা খেলা । ছাত্রসংগঠনগুলো শুধু যে প্রতিপক্ষকে আক্রমণ করে থাকে তা নয় সংগঠনের ভেতরেও স্বার্থে সামান্য আঘাত লাগলেই সংঘাত দানা বেঁধে ওঠে। প্রতিনিয়ত ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দলে কিংবা একপক্ষ কর্তৃক অন্যপক্ষকে নির্মম, অমানবিক হামলা-নির্যাতনের পরিমাণ বেড়েই চলেছে। এখনকার ছাত্র রাজনীতি শুধুমাত্র আত্মকেন্দ্রিক,নিজের প্রয়োজন মিটে গেলে দ‚রে সরে যায় ছাত্র রাজনীতিক নেতারা। আমাদের পার্শ্ববর্তী ভারতেও ছাত্র রাজনীতি চালু আছে। তবে সেখানে এ ধরনের সহিংসতা নেই বললেই চলে। তাহলে আমাদের দেশে কেন ছাত্রদের মধ্যে এত হানাহানি ? কেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গিয়ে লাশ হয়ে ফিরতে হয় আমাদের ? আজকে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা অধিকাংশ শিক্ষার্থীর রাজনীতির কারণে তাদের শিক্ষাজীবনের যে ভয়াবহ ক্ষতি হচ্ছে এবং অকালে ঝরে যাচ্ছে বহু ছাত্রের তাজা প্রাণ, যা কোনো কিছুর বিনিময়ে প‚রণ করা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে আর কতদিন? শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির হীনস্বার্থে আর কত জিম্মি হয়ে থাকবে আমাদের শিক্ষাব্যবস্থা? শিক্ষাঙ্গনে শিক্ষার বিপরীতে এমন সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যাকাÐ- আর কতদিন চলবে। বর্তমানে ছাত্র রাজনীতির অকাল দশার ম‚লে রয়েছে আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলোর আদর্শহীন রাজনীতি। ছাত্রসমাজ যাদের কাছ থেকে শিখবে তারাই বিভিন্ন অপকর্মে লিপ্ত । রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য ছাত্রদের হাতে তুলে দিচ্ছে অস্ত্র। ফলে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঠিকাদারি,দখলদারিতে জড়িয়ে পড়ছে। ছাত্রসংগঠনগুলো অতিমাত্রায় দলীয় রাজনীতিতে ঝুঁকে পড়ায় তাদের মধ্যে সহিংসতা বাড়ছে। সংগঠনগুলো সামান্য কারণেই প্রতিপক্ষের ওপর চড়াও হচ্ছে। ছাত্র রাজনীতি ভয়াবহ অবস্থায় পৌঁছানোর আরও একটি বড় কারণ হচ্ছে শিক্ষকদের মধ্যে রাজনীতি প্রবেশ করা। দেশের সাধারণ ও মেধাবী শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির বিপক্ষে নয়। আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলার প্রশ্নে ছাত্র রাজনীতির এখনো প্রয়োজনীয়তা রয়েছে। তারাও রাজনীতিতে আসতে প্রস্তুত কিন্তু বর্তমান সময়ে চলমান নোংরা রাজনীতিকে তারা ঘৃণা করে। ছাত্র রাজনীতির কথা শুনলেই তাদের মনে আতঙ্কের সৃষ্টি হয়। যে ছাত্র রাজনীতি হওয়ার কথা ছিল সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে অগ্রণী ভ‚মিকা পালন করার,তাদের সুখ-দুঃখে সবার আগে এগিয়ে আসার কিন্তু দুঃখের বিষয় এখন হচ্ছে তার উল্টো। সুবিধাবাদীরা এখন ছাত্রসংগঠনগুলোতে স্থান করে নিচ্ছে। ফলে সাধারণ ছাত্রছাত্রীদের জীবনে নেমে আসছে অন্ধকার অধ্যায়। ফলে অনেক মেধাবী শিক্ষার্থীই রাজনীতিতে আসার আস্থা হারিয়ে ফেলেছে। ছাত্র রাজনীতির অপশিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে অনেকে মেধাবী শিক্ষার্থী। এ দেশকে বাঁচাতে হলে,এ দেশের শিক্ষাব্যবস্থাকে বাঁচাতে হলে,এ দেশের শিক্ষাঙ্গনকে রণক্ষেত্রের হাত থেকে রক্ষা করতে হলে,এখনি সময় এসেছে ছাত্র রাজনীতিকে নতুন করে ঢেলে সাজানোর।প্রথমেই আমাদের নিশ্চিত করতে হবে ছাত্র রাজনীতি হতে হবে ছাত্রদের অধিকারভিত্তিক, রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক নয়। রাজনৈতিক দলগুলোর ছত্রছায়া থেকে ছাত্র সংগঠনগুলোকে এখনি বের করে আনতে হবে। এজন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের ঐকমত্য ও সদিচ্ছা।প্রতিটি রাজনৈতিক দলকে দেশের স্বার্থ, জনগণের কল্যাণের কথা ভাবতে হবে। রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব সুযোগ্য নেতাদের হাতে তুলে দিতে হবে, যেন তাঁরা দেশের মঙ্গলের জন্য শিক্ষার্থীদের যথোপযুক্ত রাজনৈতিক শিক্ষা দান করতে পারেন । শিক্ষার্থীদের সুস্থ জীবনে ফিরে যাওয়ার পথ এখনই তৈরি করতে হবে। সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্যই রাজনীতি এবং তা নিশ্চিত করতে হলে ছাত্রসমাজকে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। দেশের শিক্ষা ও শিক্ষাঙ্গনকে যেসব সমস্যা গ্রাস করেছে,তা থেকে বের হয়ে আসতে হবে। ছাত্রদের রাজনীতি হবে শিক্ষা ও শিক্ষাঙ্গনের উন্নয়নে। কোনো দলের লেজুড়বৃত্তি নয়,ছাত্রসংগঠনগুলো চলবে তাদের নিজস্ব ধারায়। প্রতিপক্ষ ছাত্রসংগঠনের সঙ্গে আদর্শগত কিছু অমিল থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে তাদের মধ্যে সৌহার্দ্য ও স¤প্রীতির বন্ধন গড়ে তুলতে হবে। তাদের বুঝতে হবে,প্রতিযোগিতা আর প্রতিহিংসা এক জিনিস নয়। তাহলেই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হবে। ছাত্রসংগঠনকে রাজনৈতিক দলের হাতিয়ার ও শক্তির উৎস হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে ছাত্রসংগঠনগুলোয় অছাত্রদের অনুপ্রবেশ এবং তাদের স্বার্থ উদ্ধারের কাজে ব্যবহার বন্ধ করতে হবে। আর এ কাজে সব রাজনৈতিক দলের ঐকমত্য থাকতে হবে । কারণ রাজনীতির গুণগত পরিবর্তন ছাড়া শান্ত ও সুন্দর শিক্ষাঙ্গন আশা করা যায় না। শিক্ষার ম‚ল লক্ষ্য অর্জন করতে হলে শিক্ষাঙ্গনের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। আমাদের নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়তে পরিহার করতে হবে নেতিবাচক রাজনীতি। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিরাজমান অস্থিরতা নিরসনে আগে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন ও দলীয় রাজনীতিকদের সদিচ্ছা অধিক জরুরি। এ অবস্থা থেকে যতদিন না আমরা বের হয়ে আসতে পারি, ততদিন পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে; যা দেশ ও জাতিকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে এবং দেশের জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করার পথকে বাধাগ্রস্ত করবে। তাই যত দ্রæত সম্ভব এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে । ছাত্র রাজনীতির অতীতের গৌরবগাথা ও ইতিহাসকে ছাত্রসমাজের কাছে তুলে ধরতে এবং তাদের সচেতনতা বাড়াতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াগুলোকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে অথবা আইন করে হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ আনয়নে দলীয় ছাত্র-শিক্ষক রাজনীতির লেজুড়বৃত্তি বন্ধ ও নিষিদ্ধ করতে হবে । দলীয় এই রাজনীতি বন্ধ করতে পারলে ছাত্রদের মধ্যে সুষ্ঠু শিক্ষার পরিবেশ আনয়নসহ ছাত্রদের নিজেদের ন্যায্য দাবি ও গঠনম‚লক চিন্তার বিষয়গুলো তাদের মনে অধিক স্থান করে নিতে পারবে, যা অধিক জরুরি ।অন্যথায় যথাযথ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে এবং বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে দেশের গোটা শিক্ষা প্রতিষ্ঠানে খুন, জখম কিংবা রগ কাটার উৎসব আরও ব্যপকভাবে শুরু হয়ে যাবে। মেধাবীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং শিক্ষার আগ্রহ ফুরিয়ে যাবে। তাই এখনি সময় ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন এনে এ দেশের শিক্ষাব্যবস্থাকে জিম্মির হাত থেকে রক্ষা করার । আমাদের বিশ্বাস করতে হবে শিক্ষাই জাতির মেরুদÐ। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত।






