দ্বিতীয় পর্বে ৩ মুসল্লীর মৃত্যু: টঙ্গীর বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লীর জুম্মার নামাজ আদায়

0
172
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে লাখ লাখ মুসল্লীর অংশগ্রহণে দেশের বৃহত্তম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোর থেকেই আশপাশের জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে টঙ্গী, গাজীপুর ও তার আশপাশের জেলার মুসল্লীরা এ জুম্মার নামাজে শরীক হন। জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা মোশারফ।
শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের ইজতেমার আনুষ্ঠানিকতা। দ্বিতীয় পর্বে জুম্মার বয়ানে বিশিষ্ট আলেমগণ বলেন, পরকালের চিরস্থায়ী সুখ শান্তির জন্য আমাদের প্রত্যককে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দ্বীনের দাওয়াতের কাজে কঠিন মেহনত করতে হবে। ঈমান আমলের মেহনত ছাড়া কেউ হাশরের ময়দানে কামিয়াব হতে পারবে না।
ইজতেমার বয়ান:
ইজতেমা আয়োজক তাবলীগ জামাতের স্থানীয় সূত্র জানায়, তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের দেশ-বিদেশের বিভিন্ন বুজুর্গ আলেমগণ ঈমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন। মূল বয়ান উর্দূতে হলেও বিশ্ব ইজতেমায় অংশ নেয়া বিভিন্ন ভায়াভাষি মুসল্লীদের জন্য তাৎক্ষণিকভাবে ওই বয়ান বাংলা, ইংরেজী, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসিসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়।
জুম্মার নামাজ আদায় :
বিশ্ব ইজতেমা ময়দানে জুম্মার নামাজে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ।
বিশ্ব ইজতেমায় তিন মসুল্লীর মৃত্যু :
বিশ্ব ইজতেমায় বার্ধক্যজনিত রোগে বৃহস্পতিবার রাতে এক মুসল্লির মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের লক্ষীপুর চাঁনপুর এলাকার হযরত আলীর ছেলে কাজী আলাউদ্দিন (৬৬)। অপরদিকে বিশ্ব ইজতেমার আসার পথে পৃথক দুটি দুর্ঘটনায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নরসিংদী জেলার বেলাব থানার সুরুজ মিয়া (৬০) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকার গোলজার (৪০)।
নিরাপত্তা বব্যস্থাঃ
গতকাল শুক্রবার ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে মুসল্লীদের নিরাপত্তাদানে র‌্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা দিতে সতর্ক দেখা গেছে। গাজীপুর মেট্রোপলিটন পুরিশ কমিশনার আনোয়ার হোসেন পিপিএমবার, বিপিএমবার জানান, প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও ৫ স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলা হয়েছে। তবে ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিকের লোকবল বৃদ্ধি করে বিশেষ নজর রাখা হয়েছে। গতকাল থেকেই পুলিশ সদস্যরা ২৪ ঘন্টা মুসল্লীদের নিরাপত্তাদানে নিয়োজিত থাকবে।
টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির ফ্রি চিকিৎসা সেবা:
ইজতেমায় আগত মুসল্লীদের অনেকে আকষ্মিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে ফ্রি চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকিৎসা নিচ্ছেন। গতকাল ফ্রি চিকিৎসা কেন্দ্র এলাকা ঘুরে দেখা গেছে টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্যাম্পে মুসল্লীরা দীর্ঘ লাইনে দাড়িয়ে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। মুসল্লীদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ময়দানের পাশে ও মন্নু মিসল্ এলাকায় টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির ফ্রি চিকিৎসা কেন্দ্রে শুক্রবার ১৭ জানুয়ারী ৪৫ নং ওয়ার্ডের সভাপতি নাসির উদ্দীন বুলবুল এর তত্ত্বাবধানে ৪৬ ও ৪৮ নং ওয়ার্ডের ব্যবসায়ীদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ। এসময় উপস্থিত ছিলেন টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন কাজল, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম, সহ সভাপতি খোরশেদ আলম,মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আহসান উল্লাহ,জাহাঙ্গীর হোসেন বাবুল,কোষাধ্যক্ষ সালামত উল্লা, আইন সম্পাদক কাদিরুজামান হিরু, মো: দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম, শাহজান আলী, ফারুক হোসেন,মো: আবু সাঈদ, কবির হোসেন, খলিলুর রহমান, জীবন আলী,উৎপল প্রমুখ।
এছাড়াও র‌্যাব’র ফ্রি-মেডিক্যাল ক্যাম্প,গাজীপুর সিটি কর্পোরেশন ফ্রি চিকিৎসা ক্যাম্প, গাজীপুর সিভিল সার্জন অফিস, ইন্টার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, বাংলাদেশ হোমিও প্যাথিক বোর্ড, আঞ্জুমান মফিদুল ইসলাম, টঙ্গী প্রেসক্লাবের মিডিয়া সেন্টার, বাংলাদেশ হোমিওপ্যাথিক কলেজ, হোমিওপ্যাথিক অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকরা বিনামূল্যে মুসল্লীদের চিকিৎসা সেবা ও ঔষধপত্র দিচ্ছেন। অসুস্থ্য মুসল্লীদের অধিকাংশই অতিরিক্ত শীত ও ঠান্ডা জনিত সর্দি, কাশি, ডায়রীয়া, পেটের পীড়া, আমাশয় ও শ্বাসকষ্টের রোগী। ইজতেমায় মুসল্লীদের মাঝে অনেককেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পগুলোতে আসতে দেখা গেছে। এ ছাড়া রাত ৯টা থেকে সকাল পর্যন্ত টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে শতাধিক মুসল্লিকে। জরুরী রোগীদের জন্য এ্যাম্বুলেন্স সার্বক্ষণিক চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here