Daily Gazipur Online

দ্রব্যমূল্য কমাও,রেশনিং প্রথা চালু,মহার্ঘভাতা ও শ্রমজীবি মানুষের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে: টিইউসি

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): আজ ১৭ অক্টোবর ২০২০ দিনব্যাপী বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র কেন্দ্রীয় কমিটির সভা রাজধানীর পুরানা পল্টনস্থ মনিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের শহীদ মনির আজাদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, “সাম্প্রতিক দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্দ্ধগতির ফলে শ্রমজীবি জনগণ দিশেহারা, পাটকল, সূতা, বস্ত্রকল, গার্মেন্টস, ট্যানারী সহ অসংখ্য কারখানা বন্ধ হওয়ায় প্রাতিষ্ঠানিক খাতের লক্ষ লক্ষ শ্রমিক চাকুরী হারিয়েছে। মাসের পর মাস বেতন প্রদান হয়নি। অপ্রাতিষ্ঠানিক খাতের লক্ষ লক্ষ শ্রমিক কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। আক্রান্ত হয়েও শ্রমিকরা অর্থাভাবে চিকিৎসা করতে পারছে না, আইসোলেশনে থাকতে পারছে না। এমতাবস্থায় শ্রমিকদের বাঁচিয়ে রেখে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখা জরুরী। সে লক্ষ্যে আজ আমাদের সভা থেকে নি¤েœাক্ত দাবী জানানো হয়।
১. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে হবে।
২. রেশনিং প্রথার মাধ্যমে চাল, ডাল, তেল, আটা, আলু ও শিশু খাদ্য সরবরাহ করতে হবে।
৩. শ্রমিকদের বকেয়া মজুরি ও মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।
৪. কর্মচ্যুত শ্রমিকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
৫. শ্রমজীবি মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।
সভায় উপরোক্ত দাবী আদায়ের লক্ষ্যে সর্বস্তরের শ্রমিক-কর্মচারীদের দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র সভাপতি সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সহ-সভাপতি মাহাবুব আলম, আবদুল অদুদ নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মোঃ মছিউদদৌলা, সাহিদা পারভীন শিখা, কাজী রুহুল আমিন, মোবাবারক হোসে, আসলাম খান, এ. কে. আজাদ, ইদ্রিস আলী, সায়েরা খাতুন, সাদেকুর হরমান শামীম, কামরুজ্জামান হেলাল প্রমুখ।