Daily Gazipur Online

ধরাছোঁয়ার বাইরে প্রকৌশলী হত্যার পরিকল্পনাকারীরা

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যার পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। সুষ্ঠু বিচারের স্বার্থে অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তার স্ত্রী মোছা. খোদেজা আক্তার। তার মতে এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজন খুনের বাস্তবায়নকারী। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১১ মে পূর্বপরিকল্পনা অনুযায়ী তার স্বামীর জন্য অফিসের গাড়ি না পাঠিয়ে ভাড়া করা গাড়ি পাঠানো হয়। ওই দিনই তাকে হত্যা করে উত্তরা দিয়াবাড়ীতে লাশ ফেলে যায় খুনিরা। এ ঘটনার পরদিন মামলা করা হয়। পরবর্তীতে নিহত দেলোয়ারের সহকর্মী আনিসুর রহমান সেলিম, ভাড়াটে খুনি শাহীন ও ড্রাইভার হাবিবকে গ্রেফতার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। বর্তমানে এই তিনজন কারাগারে। একজন অধস্তন কর্মচারী কারও বিনা প্ররোচনায় তার বসকে (স্যার) খুন করতে পারে না। তাই যারা ধরা পড়েছে এরা পরিকল্পনা বাস্তবায়নকারী। মূল পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে। গাজীপুর সিটি করপোরেশনের কিছু কর্মকর্তাসহ অজ্ঞাত লোকজন আমাকে অধিকতর তদন্তের দাবি না জানানোর জন্য প্ররোচিত করছে। এসব কারণে স্বামী হত্যার সুষ্ঠু তদন্ত না হওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করছি। তিনি আরও বলেন, মামলাটি পিবিআইর কাছে হস্তান্তরের জন্য ৯ জুলাই আইজিপির কাছে আবেদন করেছি। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন জানান, প্রকৌশলী দেলোয়ার হত্যায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চলছে।