Daily Gazipur Online

ধর্ম-মানবতা ও রাষ্ট্র হুমকির মুখে -মোমিন মেহেদী

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বাধীনতা ও ধর্ম ব্যবসায়ীদের কারণে ধর্ম-মানবতা ও রাষ্ট্র হুমকির মুখে। একদিকে রাশেদ খান মেননের মত নীতি বিবর্জিত মানুষদের ষড়যন্ত্র অন্যদিকে খন্দকার মোস্তাকের প্রেতাত্মারা রাজনীতিকে কলঙ্কিত করছে। এমন পরিস্থিতিতে তারুণ্যের রাজনীতিকে শুদ্ধ করার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত অবিরত যেভাবে রাজপথে ছিলো, আগামীতেও থাকবে বলে দৃঢ় বিশ্বাসী।
২১ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় ধারার কার্যালয়ে ভাইস চেয়ারম্যান প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ভোলা ট্রাজেডি বনাম ধর্ম ব্যবসা-অপরাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় প্রেসিডিয়াম মেম্বার চঞ্চল মেহমুদ কাশেম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার একরামুল হক গাজী লিটন, এ্যাড. আরিফা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।