ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে উত্তাল গোলাপগঞ্জ

0
152
728×90 Banner

সিলেট প্রতিনিধি : দেশের আনাচে কানাচে সংগঠিত অপরাধ, ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে এক প্রতিবাদি ‘মশাল মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি গোলাপগঞ্জ উপজেলার পৌর ভবনের সামন থেকে শুরু হয়ে চৌমুহনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে এক প্রতিবাদি সভায় মিলিত হয়। গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের আহবায়ক সয়েফ আহমদের সঞ্চালনায় অনুষ্টিত প্রতিবাদি সভায় বক্তারা বলেন- সকল ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা আইনের আওতায় এসেছে, যারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নি তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে আন্দোলন আরও তীব্র হবে। এছাড়া বক্তারা সম্প্রতি সংগঠিত ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনাগুলোর তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
মশাল মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন- সংগঠনের আহবায়ক তারেক আহমদ চৌধুরী, সদস্য সচিব সাবের হোসেন নয়ন, যুব হকি ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফাহমি আহমদ চৌধুরী, চ্যারিটি ক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির রুবেল, ঘোগারকুল যুব সংঘের সভাপতি আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের সদস্য সচিব ডিএইচ মান্না, ফুলবাড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ফাহিম আহমদ, মানবতার সংগঠনের সভাপতি রাজু আহমদসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here