ধামরাইয়ে আওয়ামীলীগ নেতা আরিফের ত্রাণ বিতরণ

0
199
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিরাজমান করোনা আতংক ও সংকটময় পরিস্থিতিতে ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে বিভিন্ন পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী মো. আরিফ হোসেন। সোমবার ব্যক্তিগত উদ্যোগে তিনি তার সহকর্মীদের নিয়ে আমতা ও আশেপাশের গ্রামের তিন শতাধিক পরিবারের কাছে এসব খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন বলে জানা যায়। সমাজ সেবক আরিফ হোসেন জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। তিনি আরও জানান, ইতিপূর্বে তিনি প্রায় দুই হাজার পরিবারকে বিনামূল্যে খাদ্য সমাগ্রী দিয়েছেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, পিয়াজ, তেল ও ছোলা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here