
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ‘‘মুজিব বর্ষ, পল্লী বিদ্যুতের সেবা বর্ষ’’- এই শ্লোগানকে সামনে রেখে গ্রাহক সেবা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের উদ্যোগে উপজেলা জুড়ে শুরু হয়েছে উঠান বৈঠক।
শনিবার উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মোঃ শফিউদ্দিনের বাড়ীর উঠানে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আড়ালিয়ার পল্লী বিদ্যুতের গ্রাহক ও কুল্লা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ মনসুর আলী। ধামরাই জোনাল অফিসের ডিজিএম খালিদ মোঃ সালাহউদ্দিন গ্রাহকদের অভিযোগ ও পরামর্শ গ্রহণ শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন ওই উঠান বৈঠকে। তিনি মুজিব বর্ষে হয়রানীমুক্ত বিদ্যুতের সেবা প্রদানের অংগীকার করেন। বৈঠকে তিনি দ্রæত বিদ্যুতের নতুন সংযোগ, নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, বিদ্যুৎ লাইনের আশেপাশে গাছপালা কর্তন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার পরিহার, নারীর ক্ষমতায়ন ও ক্ষুদ্র শিল্প বিকাশে ৫০ কিঃওঃ পর্যন্ত সরকার কর্তৃক ট্রান্সফরমার সরবরাহকরণসহ অন্যান্য বিষয় গাহকদের অবহিত করেন।






