Daily Gazipur Online

ধামরাইয়ে এসডিআইয়ের সেবামূলক কর্মশালা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে পিকেএসএফ এর সহযোগিতায় বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআইয়ের উদ্যোগে সূতিপাড়া ফারমার্স ট্রেনিং সেন্টার (এফটিসি) তে ‘‘ বিজ্ঞান মেলা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সেই সাথে থাকে নিরাপদ কৃষি মেলা, প্রবীণদের মাসিক পরিতোষক ভাতা প্রদান ও উপকরনাদি বিতরণ, নিরাপদ খাদ্য, নিরাপদ সবজি উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করণ সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা এবং পুরস্কার বিতরণের আয়োজন। সংস্থার চেয়ারম্যান জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবুল হোসেনের সভাপতিত্বে শুক্রবার এসডিআইয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রিডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। সংস্থার সিইও সামছুল হক সহ সম্মানীত গুণী অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরণ্যে গুণী ব্যক্তিত্ব বিশিষ্ট নাট্যকার প্রফেসর ড. ইনামুল হক, বিশিষ্ট অভিনয় শিল্পী ও শিক্ষক দিলারা জামান, বরণ্যে চলচ্চিত্র নায়িকা দিলারা ইয়াসমিন, প্রবীন ও বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী প্রমূখ।