Daily Gazipur Online

ধামরাইয়ে চাকুরীতে পুনর্বহালের দাবিতে ছাটাইকৃত শ্রমিকদের মানববন্ধন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: চাকরী ফিরিয়ে পেতে এবং বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই থানা বাসস্ট্যান্ডে মানব বন্ধন করেছে ধারাইস্থ বাটা স্যু কারখানার চাকুরীচ্্ুযত শ্রমিকরা। তাদের অভিযোগ, প্রায় সোয়া দুইশত শ্রমিককে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।এর আগে চাকরিচ্যুতরা বাটা স্যু কোম্পানীর বিভিন্ন পদের কর্মকর্তাদের নামে শ্রম অধিকার আইনে শ্রম আদালতে মামলা করেছে।
শনিবার মানববন্ধনকালে বক্তব্য রাখেন ভুক্তভোগী শ্রমিক জাকির হোসেন, পলাশ, মোজাম্মেল, কবির প্রমূখ। বক্তাদের অভিযোগ চাকরির মেয়াদ থাকা সত্তে¡ও অনেককে ক্ষতিপূরণ ও বকেয়া পাওনা না দিয়ে জোরপূর্বক কাগজে স্বাক্ষর নিয়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, যা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেওয়া হয়েছে মর্মে কর্তৃপক্ষ জমা রেখেছে। কিন্তু স্বাক্ষর নেওয়া ওইসব কাগজে কি লেখা রয়েছে তা পড়ে দেখতে ও জানতে দেয়নি কর্তৃপক্ষ। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রেখে তাদেরকে জোরপূর্বক কারখানা থেকে বের করে দেয়া হয়েছে। কাজেই তারা তাদের কেড়ে নেয়া চাকরী ফিরিয়ে পেতে এবং যাবতয়ী পাওনা পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করছে।