Daily Gazipur Online

ধামরাইয়ে জোয়ার আমতা ও কাঁচা রাজাপুরের অসহায় মানুষের পাশে আরিফ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আরিফ হোসেনের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার তার ত্রাণ বিতরণের চতুর্থ দিন। ভ্যান গাড়ী ভর্তি করে খাদ্য সামগ্রী নিয়ে তিনি আজ হাজির হয়েছেন তার ইউনিয়নের জোয়ার আমতা ও কাঁচা রাজাপুর গ্রামে। ব্যক্তিগত উদ্যোগে সহকর্মীদের নিয়ে তিনি ওই এলাকার নি¤œপেশাজীবি ও দরিদ্র মানুষের বাড়ি বাড়ি বিনামূল্যে খাদ্য সামগ্রী পৌছে দেন। সমাজ সেবক আরিফ হোসেন জানান, আজ তিনি ওইএলাকার দুই শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন। তিনি আরও জানান, নিজস্ব অর্থায়নে এ পর্যন্ত তিনি দুই সহ¯্রাধিক পরিবারকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দিয়েছেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, পিয়াজ, তেল ও ছোলা।