ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে মশার কয়েল বিতরণ অব্যাহত আছে। সোমবার শরিফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসায় এক আলোচনা সভায় প্রায় দেড় হাজার শিক্ষার্থীর মাঝে মশার কয়েল বিতরণ করা হয়েছে। এর আগে আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজে প্রায় দুই হাজার শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝেও কয়েল বিতরণ করা হয়েছে বলে জানান ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন। তিনি আরও জানান বিতরণকৃত কয়েলের পরিমান হবে দশ হাজার। গতকাল সোমবারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই মাদ্রাসার প্রিন্সিপাল মো. আ. মতিন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। বিশেষ অতিথি ওসি দীপক চন্দ্র সাহা ওই অনুষ্ঠানে ডেঙ্গু সচেতনতার পাশাপাশি কোন প্রকার গুজবে কান না দেয়ার জন্য এবং আইন হাতে তুলে না নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন প্রমূখ।