ধামরাইয়ে ফ্রী মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

0
289
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়েছে। ঢাকা কলেজ এইচএসসি ৮৯ ফাউন্ডেশনের উদ্যোগে ইফাজ তাহিয়া এগ্রোফার্ম, খান এসোসিয়েটস, ডিইউডিএসএফ এর সার্বিক সহযোগিতায় গতকাল শুক্রবার আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মেঘনা ব্যাংক লি. এর সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম। ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান, সহ-সভাপতি ইঞ্জি. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আযমগীর হাসিবুর রহমান, ইফাজ তাহিয়া এগ্রোফার্মের সত্বাধিকারী খান এসোসিয়েট্স এর সিইও এ্যাড. আব্দুর রাজ্জাক খান রানা সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ডা. লে. কর্ণেল আল আমিন সালেক, রবিউল ইসলাম সরকার, ডা. আতিকুল বারী, ডা. মামুনুল ইসলাম খান, ডা. কানিজ লায়লা শামস, ডা. হুমায়ুন কবির সহ প্রায় অর্ধশত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল হৃদরোগ, নিউরো, মেডিসিন, গাইনী, ডায়বেটিস, চোখ, নাক, গলাসহ অন্যান্য রোগের চিকিৎসা প্রদান করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here