
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ‘মাত্র ১০০ টাকায় চাকরি মিলবে পুলিশে’- পুলিশে চাকরিচ্ছুকদের এমন দাওয়াত দিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান। কয়েকদিন পরেই পুলিশে নিয়োগকে সামনে রেখে এবং স্বচ্ছতার সাথে দুর্নীতমুক্ত পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। আর এই দাওয়াতকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে পুলিশ সুপারের নির্দেশনা ও ধামরাইবাসীর অধিকারকে বাস্তবায়িত করতে ওসি দীপক চন্দ্র সাহা তার সহকর্মীদের নিয়ে তথা ধামরাই থানা পুলিশ কাজ করছে একযুগে। এসপি শাফিউর রহমান দালাল ফরিয়াদের কাছ থেকে দূরে থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছেন। তিনি চাকরি প্রার্থীদের তার উপর বিশ্বাস রাখার অনুরোধ জানিয়ে বলেন, পুলিশে যাদের চাকরি হবে তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১০০ টাকায়ই চাকরি হবে। পুলিশে চাকরির জন্য দালাল ফরিয়ার পাল্লায় পড়ে ঘুষ দিয়ে সর্বশান্ত হওয়ার প্রয়োজন নেই। চাকরি দেয়ার নামে কেউ ঘুষ নিলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইতিপূর্বে এই শাফিউর রহমানের ততা¡বধানেই আরও তিনটি নিয়োগ হয়েছে এবং মাত্র ১০০ টাকায় শত শত পুলিশের চাকরি হয়েছে বলে জানা যায় ।
তিনি আরও বলেন, দালাল ফরিয়াদের পাল্লায় পড়ে জমি জমা, ঘর বাড়ি বিক্রি করে সর্বশান্ত হয়ে, সুদে টাকা ধার করে মোটা অংকের টাকা ঘুষ দিয়ে চাকরি পেলে ভারী একটা ঋণের বোঝা মাথায় নিয়ে তাকে চাকরিতে যোগ দিতে হয়। এতে ঋণের দুঃশ্চিন্তায় তার সততা ঢাকা পড়ে যায়। তাই ঋণের টাকা তুলতে শুরুতেই তাকে জড়িয়ে পড়তে হয় দুর্নীতির সাথে। আসলে আমাদের দেশের মানুষগুলো সহজ সরল ও ভাল। তারা সহজেই দুর্নীতির সাথে জড়াতে চায় না। ঋণের দায়গ্রস্ততার কারণে বিশেষ পরিস্থিতির শিকার হয়ে অনেকেই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে।
কিন্তু নিয়োগে স্বচ্ছতা থাকলে বা বিনা টাকায় চাকরি পেলে শুধু পুলিশ নয় প্রতিটি সেক্টরেই দুর্নীতির প্রবনতা কমে আসবে।
তাই স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দুর্নীতি মুক্ত নিয়োগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি মনে করেন।
