ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ধামরাইয়ের সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই সূতিপাড়া ফার্মার্স ট্রেনিং সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। বীর মুক্তিযোদ্ধা সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এসডিআইয়ের সিইও সমাজ সেবক সামছুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ধামরাই থানা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, শিক্ষক বাবু সুশীল কুমার প্রমূখ।
আলোচনা সভার আগে সূতিপাড়া নান্নার সড়কে বিশাল এক শোক র্যালী বের করা হয়। মুক্তিযোদ্ধা, প্রবীন নরনারী, এসডিআইয়ের কর্মী ও সাধারণ জনতা এ র্যালীতে অংশ গ্রহণ করেন। একই দিনে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতার জন্য র্যালী ও পরিচ্ছন্নতা অভিযান চালায় সংস্থাটি।