Daily Gazipur Online

ধামরাই‌য়ে জনদু‌র্ভো‌গের অবসান

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: স্বল্প‌দৈর্ঘ হ‌লেও এক‌টি গ্রামীন সড়ক নির্মা‌ণের মধ্য দি‌য়ে ঢাকার ধামরাই‌য়ে সোমভাগবাসীর দীর্ঘ দি‌নের দু‌র্ভো‌গের অবসান ঘট‌তে চ‌লে‌ছে। ‘কা‌বিখা’ কর্মসু‌চির মাধ্য‌মে আজ শুক্রবার সোমভাগ খেয়াঘাট থে‌কে মঙ্গল আলীর বা‌ড়ির উত্তর পাশ পর্যন্ত প্রায় ১.৮ কি,‌মি, দীর্ঘ গ্রামীন সড়‌কের নির্মাণ কাজ শুরু হ‌য়ে‌ছে। রাস্তা নির্মা‌নের জন্য অ‌নে‌কে ‌স্বেচ্ছায় নি‌জের জ‌মি ছে‌ড়ে দি‌য়ে‌ছেন। সোমভাগ ইউ‌পি চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হো‌সেন ও ইউ‌পি মেম্বার আবুল কালাম ব‌লেন, রাস্তাট নি‌র্মিত হ‌লে এলাকাবাসীর দীর্ঘ‌দি‌নের দু‌র্ভো‌গের অবসান হ‌বে।আশি বছর বয়সী সা‌বেক ইউ‌পি মেম্বার হাজী সা‌লেক, পঁচা‌শি বছর বয়সী দ‌বির উ‌দ্দিন এবং স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল হা‌লিম রাস্তা‌র নির্মানকাজ শুরু হওয়ায় আমরা খুব আন‌ন্দিত।