Daily Gazipur Online

ধামরাই উপজেলার সরকারি জমির তালিকা তৈরি করার নির্দেশ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ধামরাইয়ের এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হককে জরুরী ভিত্তিতে উপজেলার সমস্ত সরকারি জমির তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন প্রয়োজনে ব্যক্তিগত লীজ কেটে দিয়ে জনগণের কল্যাণে সরকারি উন্নয়ন কর্মকান্ড করা হবে। ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে একটি নতুন ৫ তলা ভবন নির্মাণে কোন এক মহলের বিঘœ সৃষ্টির কারণে ভবনটির নির্মাণ কাজ উদ্বোধনের পর ওই কলেজ মিলনায়তনে আলোচনা সভায় এমপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ নির্দেশ দেন। স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭২ সালে ধামরাই কলেজ স্থাপনের ক্ষেত্রে তৎকালীন এমপি মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের গুরুত্ব ও অবদানের কথা স্বীকার করে তিনি কলেজটির উন্নয়নে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান। তিনি আরও বলেন, কলেজের আশে পাশে যথেষ্ট সরকারি জায়গা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ছাত্রাবাস, প্রশস্ত নতুন রাস্তা ও পার্ক নির্মাণ করে কলেজটিকে আরও দৃষ্টি নন্দন করা হবে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পৌরসভায় যে কোন উন্নয়ন কাজ করতে গেলেই কোন কোন বিঘœ সৃষ্টি করা হয়। জনস্বার্থ সংশ্লীষ্ট সরকারি উন্নয়ন কাজে বাধা দিলে কাউকে আর কোন ছাড় দেয়া হবে না।
পৌর মেয়র গোলাম কবির, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেলিম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহানা জেসমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক সানোড়ার ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু সহ অন্যান্য নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।