Daily Gazipur Online

ধোঁকাবাজির তথ্য ও বাজেট নিয়ে হতাশায় গ্রাহকরা

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি):মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন,গত ২৬ জুন ২০২০ দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত হয় থেকে অর্থবিল ২০২০-২১ পাশের পূর্বে সংশোধনী আনা হচ্ছে। যেখানে টেলিযোগাযোগ খাতে সম্পূরক শুল্ক না বাড়িয়ে ১০ শতাংশই রাখা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে উদ্ধৃত করে সংবাদটি প্রকাশিত করা হয়। এমনকি আমাদের প্রতিক্রিয়া জানতে চাইলে আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। এরপর দৈনিক সমকালসহ কিছু অনলাইন নিউজ পোর্টালও একই সংবাদ প্রকাশ করে।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গতকাল অর্থবিলটি কোন সংশোধনী ছাড়াই জাতীয় সংসদে পাশ হয়। অর্থাৎ গ্রাহক দাবির মুখেও বাড়তি ৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়নি। আমরা এহেন তথ্য বিভ্রাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার না হওয়ায় চরম হতাশ।
আমরা মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের পক্ষ থেকে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানাচ্ছি।