নওগাঁর ঐতিজবাহী চৌবাড়িয়া পশু হাটে কাদায় ক্রেতা-বিক্রেতাদের চরম জনদুর্ভোগ

0
29
728×90 Banner

হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ঐতিজবাহী চৌবাড়িয়া পশুর হাটে কাদায় ক্রেতা-বিক্রেতাদের চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে এ যেন দেখার কেউ নাই। ঐতিজবাহী এই পশুর হাটে কাদা এবং বৃষ্টির কারণে মানুষের জনদুর্ভোগ হচ্ছে। বিশেষ করে বৃষ্টির কারণে হাটে কাদা-পানির সৃষ্টি হওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়ই সমস্যায় পড়ছেন। জেলার অন্যতম বৃহৎ পশুর হাট হিসেবে পরিচিত এটি । এখানে সপ্তাহে শুক্রবার করে এক দিন বসে পশুর হাট, প্রতি হাটে ৩০ থেকে ৩৫ হাজার গরু-ছাগল বিক্রি হয় এই হাটে । বৃষ্টির কারণে হাটে কাদা-পানির সৃষ্টি হওয়ায় বেচাকেনায় সমস্যায় পড়ে ক্রেতা বিক্রতারা। এছাড়াও একইসঙ্গে ক্রেতা-বিক্রেতাদের চলাচলে অসুবিধা হচ্ছে। স্থানীয় জনসাধারণেরা জানান, বৃষ্টির কারণে হাটে ক্রেতাদের আনাগোনাও কমে গেছে। বিশেষ করে বৃষ্টির কারণে পশুর খাদ্য ও অন্যান্য সামগ্রীর পরিবহনও কঠিন হয়ে পড়েছে। সরেজমিনে ঐতিজবাহী চৌবাড়িয়া পশুর হাট ঘুরে দেখা গেছে, সেখানকার পরিবেশ তুলনামূলক ভালো হলেও কাদা-পানি জমে আছে বিভিন্ন জায়গায় । পশুদের বিশ্রামের জায়গাও সীমিত । খামারী ও বিক্রেতারা বলছেন, এখানে মেডিকেল সেবা নেই বললেই চলে। গরুর যদি চিকিৎসা প্রয়োজন হয়, তাহলে দুশ্চিন্তায় পড়ে যেতে হয় আমাদের । ব্যাপারী তছির উদ্দিন,মজিবর রহমান বলেন, ‘হাটের অবস্থান ভালো, তবে এত গরু-মানুষ এখানে জমছে— একটা মেডিকেল টিম থাকা দরকার। আমরা নিজেরাই ব্যবস্থা নিচ্ছি, কিন্তু সরকারি সহযোগিতা দরকার । পশু হাটের ইজারাদার সাইদুর রহমান বলেন, ঐতিজবাহী চৌবাড়িয়া পশু হাটে কাদায় ক্রেতা-বিক্রেতাদের চরম জনদুর্ভোগে পড়েছে , তাই আমি প্রকাশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে পশুহাট সংস্কারের জন্য জোর দাবি করছি। মান্দা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুজ্জামান বলেন,বৃষ্টির সময় পশুর স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্থায়ী হাটে গরু অসুস্থ হলে সংক্রমণের সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে হাট সংস্কার খুবি প্রয়োজন। এব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী অফিসার আক্তার জানান সাথী বলেন আমি চৌবাড়িয়া পশুর হাট পরিদর্শন করেছি বিষয় টি অতি দ্রæত সংস্কারের জন্য আমার ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাজে জানাবো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here