জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী’,আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে যোগদান করেন তিনি । ইউএনও আক্তার জাহান সাথী আগে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং কুমিল্লা জেলার বাসিন্দা । ইউএনও জাহানারা আক্তার সাথী বলেন, ‘আমি গত বৃহস্পতিবার ডিসি অফিসে যোগদান করেছি । আগামী (মঙ্গলবার ) থেকে মান্দা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে অফিস শুরু করব । এই উপজেলার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতা কামনা করছি।’এদিকে ইউএনও যোগদান করায় উপজেলাবাসীর মাঝে স্বস্তি ও প্রত্যাশা বিরাজ করছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে একজন অভিজ্ঞ ও সক্রিয় নির্বাহী কর্মকর্তার অপেক্ষায় ছিলেন । নতুন ইউএনওর নেতৃত্বে মান্দা উপজেলা প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল হবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের ।
নওগাঁর মান্দায় নতুন ইউএনওর যোগদান
